Top
সর্বশেষ

কেন মিনারেল ওয়াটার দিয়ে গোসল করেন শাহরুখ খান

০১ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ
কেন মিনারেল ওয়াটার দিয়ে গোসল করেন শাহরুখ খান
বিনোদন ডেস্ক :

পছন্দের অভিনয়শিল্পীদের শুধু পর্দায় দেখেই আশ মেটে না। ক‍্যামেরার পেছনে মানুষগুলো কেমন—তা জানতেও আগ্রহ কম থাকে না অনুরাগীদের। আর মানুষটা যদি শাহরুখ খান হয় তাহলে তো কথাই নেই। বলিউডের বেতাজ বাদশাহর ব‍্যক্তিগত জীবন সম্পর্কে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় জানার জন‍্যও মুখিয়ে থাকেন মানুষ।

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় রয়েছে এক সুবিশাল বাংলো মান্নাত, যা কিং খানের বাসস্থান বলেই এক ডাকে চেনেন সকলে। কড়া নিরাপত্তায় মোড়া বাড়ির ব‍্যালকনিতে মাঝে মাঝেই এসে দেখা দেন শাহরুখ। বাংলোর সামনে জড়ো হওয়া জনসমুদ্রের দিকে ছড়িয়ে দেন ভালোবাসা।

বিলাসবহুল মান্নাতের প্রতিটা ফ্লোরই ঠাসা অত‍্যাধুনিক সুযোগ সুবিধায়। রয়েছে প্রাইভেট সুইমিং পুলও। শাহরুখ-কন‍্যা সুহানা খানের ছবিতে একাধিকবার উঠে এসেছে সেই পুলের ঝলক। তবে শাহরুখ নিজে কখনও পুলে নামেন না। আসলে জনপ্রিয়তার দিক দিয়ে প্রায় গোটা বিশ্বে পরিচিত হলেও বাস্তবে তিনি খুবই লাজুক মানুষ। এ কথা শাহরুখের মুখেই বহুবার শোনা গেছে। এমনকি নিজের বাড়িতেও শার্ট খুলে ঘোরেন না তিনি। শুধুমাত্র সিনেমার প্রয়োজনে ক‍্যামেরার সামনেই শার্টলেস হতে দেখা যায় তাকে।
আরও বেশ কিছু অদ্ভূত অভ‍্যাস রয়েছে শাহরুখের। শুধু ঘুমোনোর সময়টুকু ছাড়া প্রায় সবসময়ই তিনি জুতো পরে থাকেন। এমনকি বাড়িতে থাকলেও। নিজের যত্নের দিকে বিশেষ খেয়াল রাখেন শাহরুখ। একবার বাথরুমে ঢুকলে নাকি সহজে বেরোতেই চান না তিনি। স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ শোনা গিয়েছিল গৌরির মুখে।

অন‍্যদিকে শাহরুখ জানিয়েছিলেন, তিনি গোসলের সময়ে কোনোরকম সাবান বা শ‍্যাম্পু মাখেন না। তবে চুলের যত্নের দিকে বিশেষ মনোযোগী তিনি। তাই মিনারেল ওয়াটার দিয়ে গোসল করেন অভিনেতা, সে বাড়িতেই হোক বা বাইরে কোথাও শুটিংয়ে গেলে।

নিজের গোটা পরিবারের সঙ্গে মান্নাতে থাকেন শাহরুখ। সঙ্গে থাকেন আরও একজন। তিনি কিং খানের দিদি শেহনাজ লালারুখ খান। অবিবাহিত এই দিদিটির সমস্ত দায়ভার স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নিয়েছেন শাহরুখ-গৌরি। মান্নাতে ভাইয়ের পরিবারের সঙ্গেই থাকেন তিনি। তবে কিং খানের দিদি হয়েও তাকে জনসমক্ষে প্রায় দেখা যায় না বললেই চলে।

 

শেয়ার