Top
সর্বশেষ

ইউএম হেলথের ওয়েবসাইটে ‘কিলনেটের’ সাইবার হামলা

০১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
ইউএম হেলথের ওয়েবসাইটে ‘কিলনেটের’ সাইবার হামলা
প্রবাস ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান (ইউএম) হেলথের একাধিক ওয়েবসাইটে সোমবার (৩০ জানুয়ারি) সাইবার হামলার ঘটনা ঘটেছে। মিশিগানের সর্বাধিক প্রচারিত ও প্রভাবশালী দৈনিক দ্য ডেট্রয়েট নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে মিশিগান মেডিসিনের মুখপাত্র মেরি ম্যাসন জানিয়েছেন, মঙ্গলবার সকালের মধ্যে সমস্ত ওয়েবসাইট পুনরুদ্ধার করা হয়েছে এবং এগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাদের ওয়েবসাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে ৷ আমাদের দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেগুলো তাৎক্ষণিক সমাধানে প্রস্তুত আছেন তারা।’

মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস হেলথ সেক্টর সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেশন সেন্টার দাবি করেছে, কিলনেট নামক একটি রাশিয়ান হ্যাকার গ্রুপ এই হ্যাকিংয়ের পেছনে জড়িত। যারা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের ওপর আঘাত হানতে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে।

 

শেয়ার