Top

বিচারক সল্পতার কারনে রংপুরের আদালতে মামলার জট দীর্ঘ হচ্ছে

০১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২১ অপরাহ্ণ
বিচারক সল্পতার কারনে রংপুরের আদালতে মামলার জট দীর্ঘ হচ্ছে
রংপুর প্রতিনিধি :

বিচারক সল্পতার কারনে রংপুরের বিভিন্ন আদালতে মামলার জট দীর্ঘ হচ্ছে। বর্তমানে রংপুরের জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজারের বেশি। অনেক বিচারপ্রার্থী এসে দিনের পর দিন অপেক্ষা করে ফিরে যাচ্ছে। এতে করে তারা আর্থিক দিক থেকের ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তারা জানান, সরকার দ্রæত পদক্ষেপ নিলে তাদের ভোগান্তি দুর হবে।

রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের কথা হয় আব্দুল মান্নান নামে এক বিচার প্রার্থীর। তিনি জানান, ১৯৯৭ সাল থেকে জমিজমা-সংক্রান্ত একটি মামলার বিচারের জন্য আদালতে ঘুরছেন। এর মধ্যে চার বছর ধরে রংপুর সিনিয়র সহকারী জজ আদালতে (পীরগাছায়) বিচারক নেই। যাতায়াত খরচ, উকিলের ফি, হাজিরাসহ নানা খরচে সর্বস্বান্ত হয়েছেন।

তিনি বলেন, ১৯৯৭ সালে জমি নিয়া বাঁটোয়ারা মামলা করেছি। সেই মামলা আজ পর্যন্ত শেষ হয় নাই। এক দিন কোর্টে আসলে গাড়িভাড়া, উকিলের ফি, হাজিরা, ওকালতনামাত,খাওয়া খরচসহ এক হাজার টাকাও বেশি খরচ লাগে। ২০১৯ সাল থেকে সিনিয়র সহকারী জজ আদালতে (পীরগাছায়) বিচারক নেই । ববে বিচার যোগ দিবেন সেই অপেক্ষায় আছি।

অপর বিচার প্রার্থী একরামুল মিয়া জানান, বাড়ির সামনের চলাচলের রাস্তা নিয়ে ২০১০ সালে বদরগঞ্জ আদালতে মামলাকরি। মামলাটা বর্তমানে চলমান অবস্থায় রয়েছে। কিন্ত কোর্টে বিচার নাই। বিচার পাচ্ছি না। কবে এর সমাধান হবে বলতে পাছিনা বলে জানান তিনি।

আদালতে বিচারক না থাকায় মামলার জট বেড়েই চলেছে। অনেকে বিচার প্রার্থী আদালতে এসে ঘোরাঘুরি করছেন। বিচার না পেয়ে অনেকে পুলিশ ও জনপ্রতিনিধিদের সহায়তায় সমঝোতা করে নিচ্ছেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক জানান, বিভিন্ন আদালতে বিচারক না থাকায় প্রতিদিন পাঁচ শতাধিক মামলার জট তৈরি হচ্ছে। বিচারপ্রার্থীরা আদালতে এসে ঘুরে যাচ্ছেন। আমরা সরকারকে বিষটি জানিয়েছি। আশা করছি দ্রæত এর সমাধান হবে।

আদালত সূত্রে জানা গেছে, রংপুরের জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট বিচারকের পদ রয়েছে ৩৮টি। এর মধ্যে শূন্য রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ একজন, বিদ্যুৎ আদালত, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২-এ বিচারকের পদ। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। সিনিয়র সহকারী জজ আদালত পীরগঞ্জ ও পীরগাছা বিচারকের দুটি পদও শূন্য।

এ ছাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ গত ৬ মাস আগে গঠন করা হলেও সেখানে বিচারকের পদ শূন্য রয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ৩-এর বিচারক নেই তিন মাস ধরে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪- এর বিচারকের পদ শূন্য রয়েছে। এসব আদালতে গড়ে প্রতিদিন ৫০টির বেশি মামলা থাকে। প্রতিদিন ১০টি আদালতে পাঁচ শতাধিক মামলার বিচারপ্রার্থী ও সাক্ষীরা আদালতে এসে মামলার তারিখ নিয়ে ফিরে যান।

বর্তমানে রংপুরের জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজারের বেশি।

রংপুর আইনি পরার্মশকেন্দ্রের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট জানান, ১০ আদালতে বিচারকের পদ শূন্য থাকায় বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। অনেক অসচ্ছল বিচারপ্রার্থীরা ৩০ থেকে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, দিন পার করে আদালতে এসে হাজিরা দিচ্ছেন। পরবর্তী তারিখ নিয়ে ফিরে যাচ্ছেন। মামলার জট কমাতে যেখানে অতিরিক্ত বিচারক প্রয়োজন ছিল। সেই জায়গায় কোর্টের বিপরীতে বিচারকের পদশূন্য রয়েছে। কোনো কোনো আদালতে রুটিন কাজের জন্য আরেকটি আদালতের বিচারককে দায়িত্ব দেওয়া হচ্ছে। এভাবে তো বিচার বিভাগ চলতে পারে না। কর্তৃপক্ষকে দ্রæত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

শেয়ার