Top
সর্বশেষ

বরিশালে মিডল্যান্ড ব্যাংকের শাখা উদ্বোধন

০১ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
বরিশালে মিডল্যান্ড ব্যাংকের শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের বরিশাল জেলা শাখার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সদর থানার ৯ নম্বর ওয়ার্ডের গীর্জা মহল্লায় অবস্থিত এ কে হাই স্কুল ভবনের দ্বিতীয় তলায় এ শাখা উদ্বোধন করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বরিশাল জেলা সদরে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। এছাড়া বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম), এ কে হাই স্কুলের সভাপতি হাসান মাহমাদ বাবু, ব্যাংকের বরিশাল শাখার শাখাপ্রধান মো. মিজানুর রহমানসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের সম্মাানিত গ্রাহক, শুভনুধ্যায়ী ছাড়াও ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনস বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, জেনারেল সার্ভিসেস বিভাগের প্রধান নুকুল চন্দ্র দেবনাথ, ব্যাংকের ক্লাস্টার হেড এবং দিলকুশা শাখার শাখা প্রধান আব্দুল্লাহ আল মামুন সহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহতালার কাছে দোয়া করা হয়।

শেয়ার