Top

ঠাকুরগাঁওয়ে শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন

০১ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শহীদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

বর্তমান প্রজন্মকে তেভাগা আন্দোলনের গল্প জানাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর শালডাঙ্গা গ্রামে শহীদ কমরেড কম্পরাম সিংহের স্মরণে স্মৃতি কমপ্লেক্স তৈরি করা হয়েছে।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামেএই স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন করেন। পরে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এখানে আরও বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, উপজেলাপরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল, সিপিবি নেতা বীরমুক্তিযোদ্ধা কমরেড দবিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, শহীদ কম্পরাম সিং এর নাতি আর্শি লাল প্রমুখ। বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন এই স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫ লাখ টাকা। পরবর্তী শিক্ষা, গবেষণা ও সামাজিক কেন্দ্র হিসেবে রুপ লাভ করবে বলে জানান বক্তাগণ।।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন ইতিহাসের অতলে হারিয়ে যাওয়া সংগ্রামী কম্পরাম সিংহ কে স্মৃতির পাতায় এঁকে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়।

রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, আজ একটি আবেগি দিন। ১৯৪৭ সালে দেশ উপনিবেশিক শত্রু মুক্ত হলেও ১৯৫০ সালে প্রথম শহীদ হন কমরেড কম্পরাম সিংহ। কম্পরাম সিংহের স্বপ্ন পুরণে কাজ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ আজ বহুদুর এগিয়েছে এবং এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর মতই স্বপ্ন দেখেছিলেন শহীদ কম্পরাম সিংহ।

বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম বলেন, ১৯৪৬ সালে ডিসেম্বরে শুরু হয়ে ১৯৪৭ সাল পর্যন্ত চলে তেভাগা আন্দোলন। বর্গা বা ভাগ চাষিরা এতে অংশ নেয়। মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষি , এক ভাগ জমির মালিক এই দাবি থেকে তেভাগা আন্দোলনের সূত্রপাত। দিনাজপুর ও রংপুর জেলায় এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। এই আন্দোলনের অন্যতম কৃষক নেতা ছিলেন কমরেড কম্পরাম সিংহ।

তিনি রাজবন্দীর সঙ্গে ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে গণহত্যায় শহীদ হন। মৃত্যুর আগে তিনি তাঁর জীবনের সমস্ত সঞ্চয় কমিউনিস্ট পার্টিকে দান করে যান। কমরেড কম্পরাম সিংহের আত্মদান আজ অনেকেই ভুলে গেছেন। যার নেতৃত্ব জমিদারি প্রথা এবং চিরস্থায়ী বন্দোবস্তের বিলুপ্ত ঘটে। কৃষক পায় তার ন্যায্য অধিকার । অবসান ঘটে শত বছরের শোষণ, নিপিড়ন ও অন্যায়- অবিচার। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৪০ সালে। ১৯৪৯ সালে দ্বিতীয়বারে গ্রেপ্তার হন তিনি।

কমরেড কম্পরাম সিংহ ১৮৮৭ সালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের সালডাঙ্গা গ্রামে জন্ম গ্রহণ করেন। এই এলাকায় আরেক তেভাগা আন্দোলনের নেতা হেলকেতু সিংহের বাড়ি। আর পাশের গ্রামে ভাষা সৈনিক ও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. দবিরুল ইসলামেরও জন্মভুমি।

কমরেড কম্পরাম সিংহের স্মরণে স্মৃতি কমপ্লেক্স-এ তৎকালীন ব্রিটিশ উপনিবেশিক শাসন ও শোষনের বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রামী মোহাম্মদ হাজী দানেশ, ইলামিত্র, চারু মজুমদার, ভবানী সেন, মনি সিংহ, মনিগুহ , গুরুদাস তালুকদার, সমর গাঙ্গুলী, অবনী লাহিড়ী, কমরেড প্রসাদ রায়, আশুভবরাজ, নাসিরউদ্দীন আহমেদ, কংসারী হালদার, সৈয়দ মনসুর হাবিবুল্লাহ সহ অনেকের ছবি স্থান পেয়েছে। ভাষা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা একুশে পদক প্রাপ্ত (মরনোত্তর) পাবনার কৃতী সন্তান আমিনুল ইসলাম বাদশার জীবন আদর্শ এর চিত্র কমপ্লেক্সে ধারণ করা হয়েছে।

শেয়ার