ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় তিনি পৌরসভা পরিদর্শন করেন এবং পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার অফিসকক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব উজ জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী সোহেল, প্যানেল মেয়র-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, আতাউর রহমান, নাজিরা আক্তার স্বপ্না সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
এ সময় পৌরসভার বিভিন্ন হিসাব-নিকাশের খোঁজ-খবর নিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এর আগে তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সালডাঙ্গা বামুনিয়া গ্রামে সাম্যবাদী আন্দোলনের নেতা রাজশাহী জেলার খাপড়া ওয়ার্ডের শহিদ কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন করেন।