Top
সর্বশেষ

নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জন

০২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ
নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জন
বিনোদন ডেস্ক :

টালিউডের দর্শকপ্রিয় দুই তারকা তৃণা সাহা-নীল ভট্টাচার্য গত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন অনেকটা রাজকীয়ভাবেই। কিন্তু এরই মধ্যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদের গুঞ্জন উঠেছে টালিপাড়ায়।

২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। প্রতি বছর তৃণার জন্মদিনে বেশ বড়সড় আয়োজনই করতে দেখা গেছে। কিন্তু এই জন্মদিনটা তৃণাকে দেখা গেল তার আগামী সিরিয়াল ‘বালিঝড়’-এর সেটে জন্মদিনে উদ্‌যাপন করতে দেখা যায়। তার পর ‘পাঠান’ মুক্তির দিন স্ত্রীকে ছাড়াই শাহরুখের ছবি দেখতে যান নীল।

তাছাড়া ইদানিং দেখা যাচ্ছে যে, নীল-তৃণা কেউই নিজেদের একসঙ্গে ছবি বা ভিডিও পোস্ট করছেন না। নিজেদের রিলস বা ছবি তারা পোস্ট করলেও একে-অপরের সঙ্গে ছবি তারা দিচ্ছেন না। এমনকি তৃণার জন্মদিনে নীল শুধুমাত্র তার স্টোরিতে শুভেচ্ছা জানিয়েই থেমে যান।

এ কারণে অনেক ভক্তদের মধ্যে তাদের সম্পর্কে ভাঙন নিয়ে সন্দেহের দানা বেঁধেছে।

তবে এ বিষয়ে অভিনেতা জানান তৃণা অসুস্থ। সেই কারণেই একসঙ্গে ‘পাঠান’ দর্শনটা সম্ভব হয়নি। কিন্তু এই ঘটনার মাত্র কয়েকদিন পর ‘তৃণা-নীল’ জুটির তিন বছরের বিবাহবার্ষিকী। কি পরিকল্পনা এ বছর এই জুটির? তৃণা জানান, এই বিবাহবার্ষিকী আলাদা আলাদা থাকছেন তারা।

গত বছরও বিবাহবার্ষিকী ও জন্মদিনটা ধুমধাম করেই পালন করেন এই তারকা জুটি। শহর থেকে দূরে বন্ধুবান্ধের সঙ্গে সেলিব্রেশনে মাতেন তারা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এ সম্পূর্ণ বিপরীত ছবি। তবে সমালোচকরা যেমন ভাবছেন তেমনটা কিছু না। এই মুহূর্তে কাজ নিয়ে দু’জনেই ব্যস্ত।

তৃণা বলেন, আমার দুজনেই কাজের বিষয়ে কোনো ঢিলেমি পছন্দ করি না। তাই এ বার বিবাহবার্ষিকীটা আলাদা আলাদাই কাটবে। নতুন সিরিয়াল ‘বালিঝড়’ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। এই মুহূর্তে সেটা নিয়ে ব্যস্ত আছি। অন্য দিকে কাজের কারণেই শহরে থেকে দূরে থাকতে হবে নীলকে।

 

শেয়ার