Top

চিলমারীতে বিতর্ক উৎসবের উদ্বোধন

০২ ফেব্রুয়ারি, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
চিলমারীতে বিতর্ক উৎসবের উদ্বোধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার বিতর্ক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাস ব্যাপী এই বির্তকের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃ স্কুল ও মাদ্রায় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক উৎসবটি তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিষ্ঠানগুলোতে ৪টি নদীর নামে ৪টি দল গঠিত হবে।

সেই দলগুলোর মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠানটির সেরা দল বাছাই হবে। দ্বিতীয় ধাপে সকল প্রতিষ্ঠানের সেরা দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে। এবং এখানে সেরা ৮টি প্রতিষ্ঠানকে বাছাই করা হবে। এবং তৃতীয় ধাপে সেরা ৮টি দল ১-৫ মার্চ, ২০২৩ পণ্ডিত বইমেলায় প্রতিযোগিতার জন্য মনোনীত হবে। এবং এই সেরা আট দলকেই পুরষ্কৃত করা হবে। এবং পুরষ্কার প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার নিজেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তৈয়ব আলী, সাংবাদিক সোহেল প্রমূখ। এ অনুষ্ঠানটি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে উপজেলার সকল উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে,বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার শিলিগুড়ি পানিঘাটায় ট্রেনিং শেষে উলিপুর নতুন অনন্তপুরে তাঁর প্লাটুনসহ অবস্থান নেন।সেখান থেকে উলিপুর বেশ কয়েকজন রাজাকারকে গ্রেফতার, ধরণীবাড়ি রেল ব্রীজ ধ্বংসসহ কয়েকটি অপারেশন করেন। তাঁর উল্লেখযোগ্য অপারেশন হচ্ছে উলিপুর স্বর্ণময়ী হাই স্কুল ক্যাম্প অপারেশন।

শেয়ার