Top

মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চোর আটক

০২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চোর আটক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামালসহ চোর আটক। নবাবগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরির ঘটনায় জড়িত আসামীদের শনাক্ত করে এবং বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মহিউদ্দিন রিফাত (২৭), নামক একজনকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নবাবগঞ্জ থানার লাউগাড়ী গ্রামের মৃত মহিদুল এর ছেলে। তাকে আজ বৃহস্পতিবার (২ ফ্রেবুয়ারি) রাত ০২.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানার ৭নং দাউদপুর ইউনিয়নের লাউগাড়ী গ্রাম তার নিজ বসত বাড়ী হতে আটক করে।

গত ৩০ ও ৩১ জানুয়ারির মধ্যে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নবাবগঞ্জ জোনাল অফিস নবাবগঞ্জ, দিনাজপুরের আওতাধীন নবাবগঞ্জ থানা এলাকায় ৪টি রাইস মিলের মোট ৪ টি বৈদ্যুতিক ডিজিটাল মিটার চুরি হয় । উক্ত ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ নবাবগঞ্জ জোনাল অফিস নবাবগঞ্জ, দিনাজপুর নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ।

আটকের পরে জিজ্ঞসাবাদে আসামী মহিউদ্দিন রিফাত বলেন, আন্তজেলা ট্রান্সফরমার ও বৈদ্যুতিক মিটার চুরির সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। সে অত্র থানা এলাকা সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় এ ধরনের অপরাধ করে। এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। উক্ত চুরির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার