Top
সর্বশেষ

সাইবার হামলায় চ্যাটজিপিটির ব্যবহার নিয়ে শঙ্কা

০৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ
সাইবার হামলায় চ্যাটজিপিটির ব্যবহার নিয়ে শঙ্কা
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

রাষ্ট্রসমর্থিত সাইবার হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটজিপিটির ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি খাতের নেতৃস্থানীয়রা।

যুগান্তকারী এ প্রযুক্তি সম্পর্কে যুক্তরাজ্যের ৫০০-এর বেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে জরিপ চালিয়েছে ব্ল্যাকবেরি। অংশগ্রহণকারীদের ৭৬ শতাংশের বিশ্বাস অনেক দেশই তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সাইবার আক্রমণ পরিচালনায় এরই মধ্যে চ্যাটজিপিটি ব্যবহার করছে। প্রায় অর্ধেক বা ৪৮ শতাংশ বিশেষজ্ঞের মতে, ২০২৩ সাল এমন একটি বছর যখন সফলভাবে সাইবার আক্রমণ পরিচালনার পর নতুন প্রযুক্তিটিকে বাহবা দেয়া হবে।

নতুন প্রযুক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশের অংশ মনে করা হলেও এর বিস্তৃতি আরো বেশি। জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ এখনো চ্যাটজিপিটিকে ইতিবাচক কাজে ব্যবহারযোগ্য প্রযুক্তি হিসেবেই মনে করছেন। অন্যদিকে ৭২ শতাংশ এর অপব্যবহার নিয়ে শংকাও প্রকাশ করেছেন। সাইবার অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত চ্যাটবট ব্যবহারের মাধ্যমে ফিশিং ইমেইল, আক্রমণের ধরন পরিবর্তনসহ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণের হার বাড়ানোর বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ৪৯ শতাংশ অংশগ্রহণকারীর মতে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর জন্য চ্যাটজিপিটি ব্যবহার করা হতে পারে। তবে ৪৭ শতাংশের অভিমত হ্যাকাররা নতুন কিছু শেখার মাধ্যমে স্কিল উন্নয়নে চ্যাটজিপিটি ব্যবহার করবে। অনেকের মতে, আক্রমণের পাশাপাশি নিরাপত্তাকাজেও নতুন এ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা যাবে।

 

শেয়ার