সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন ১১ ফেব্রুয়ারি। এর আগে কয়েক দফা সম্মেলনের তারিখ পিছানো হয়েছে। ১১ ফেব্রুয়ারি সম্মেলনের তারিখ চূড়ান্ত করেই জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহীরা ঢাকায় অবস্থান করছেন। কেউ কেউ দলীয় সভানেত্রীর সাক্ষাতের চেষ্টা করছেন। এই দুই পদে জেলার ১৪ নেতার নাম আলোচনায় উঠে এসেছে।
দলীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছেন দলের কেন্দ্রীয় দায়িত্বশীলরা। ১১ ফেব্রুয়ারি সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। পরে ২০১৭ সালের ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। প্রায় আট বছর পর সম্মেলনকে ঘিরে চাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা।
কমিটিতে গুরুত্বপূর্ণ বিশেষ করে সভাপতি ও সম্পাদক হতে আগ্রহীদের বেশিরভাগেই আছেন রাজধানীতে। কেউ কেউ দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের চেষ্টা করছেন। সভাপতি পদে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, বর্তমান যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, যুগ্ম সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটনের নাম রয়েছে আলোচনায়। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি নোমান বখত পলিন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বর্তমান সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিমের নাম কর্মীদের আলোচনায়।
আজিজুস সামাদ ডন বলেন, আমি চাই জেলা আওয়ামীলীগ শক্তিশালী হোক। দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের নেত্রী আমাকে দায়িত্ব দিলে মাথা পেতে নেব। প্রবীণ আওয়ামী লীগ নেতা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী বীর প্রতীক বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে পারেন এমন নেতৃত্ব প্রয়োজন। অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামীর নেতৃত্ব তৈরি করতে হবে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট অবনী মোহন দাস বললেন, জনবান্ধব,কর্মীবান্ধব নেতৃত্ব প্রয়োজন।
বর্তমান কমিটির অনেকেই মারা গেছেন। অনেকেই আছেন বয়সের ভারে ন্যূজ। যারা একেবারেই চলাচল করতে পারেন না, তাদের মূল দায়িত্বে না রাখাই ভালো। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক কে হবেন, সেটি দলীয় প্রধান, কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃত্ব ছাড়া আমরা কেউ-জানি না। ১১ ফেব্রয়ারি সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি আমরা। প্রায় আট বছর দলের দায়িত্ব পালন করেছি, দলকে গুছানোর চেষ্টা করেছি। দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যার দেওয়া দায়িত্বকে আমানত মনে করেই জেলার প্রত্যেক স্তরের কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করেছি। সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে চাই আমরা। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বললেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হয়। আমরা সম্মেলনের আয়োজন করেছি। সম্মেলনের পোস্টার তৈরি সহ অন্যান্য সকল কাজই শেষ পর্যায়ে। সকল নেতা কর্মীদের সম্মেলন সফল করতে কাজ করার আহ্বান জানান তিনি।