সাবেক মন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি বলেছেন, জিয়াউর রহমান নিজে কোনদিন দাবী করে নি তিনি স্বাধীনতার ঘোষক। অথচ বিএনপির নেতারা দাবী করছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এটা মিথ্য বানোয়াট কথা। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন সভাপতিত্ব বক্তব্য রাখেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক আবুল কাশেম, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক শাহাদাত হোসেন বকুল,যুগ্ন-আহবায়ক এম এ মাজেদ প্রমুখ।
মির্জা আযম বলেন, ষড়যন্ত্র করে আওয়ামীলীগের অগ্রযাত্রাকে ব্যর্থ করা যাবে না। সারা দেশে বিএনপি আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি ও ধংসাত্বক কার্যকলাপ করার অপচেষ্টা চালাচ্ছে তার জবাব দিতেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছেন। দেশে কাউকে অশান্তি সৃষ্টি করতে দেয়া হবে না। আওয়ামী লীগ শান্তি সমাবেশের মধ্য দিয়ে জনগণকে সংগঠিত করে বিএনপি সহ যারা দেশ বিরোধী কার্যকলাপ করছে তাদের মোকাবেলা করবে।
খালেদা জিয়া বলেছিলো আওয়ামীলীগকে ভোট দিলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। দেশের সব মসজিদ ভেঙ্গে ফেলা হবে। তাদের এই মিথ্যা অপপ্রচার দেশের মানুষ বুঝতে পেরেছে। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। জিয়াউর রহমান ক্ষমতা থাকার সময় ঢাকায় কারফিউ দিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। আওয়ামীলীগ জনগনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে।