Top
সর্বশেষ

দুর্ঘটনার কবলে অভিনেত্রী ঊর্বশী

০৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ
দুর্ঘটনার কবলে অভিনেত্রী ঊর্বশী
বিনোদন ডেস্ক :

জনপ্রিয় টেলি অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়ার মুম্বইয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট। মিরা রোডের ফিল্ম স্টুডিয়োয় যাওয়ার পথে ঘটনাটি ঘটে। সেই সময় একটি স্কুল বাস যাচ্ছিল সেই পথ দিয়ে। ছাত্রছাত্রী-সহ বাসটি সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে ঊর্বশীর গাড়িতে। একটুর জন্য রক্ষা পান অভিনেত্রী। তবে এত বড় বিপদের পরেও বাসচালকের বিরুদ্ধে কোনওরকম কেস ফাইল করেননি অভিনেত্রী। এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখতে চান তিনি। 

তথ্য অনুযায়ী, শনিবার উর্বশীর গাড়িকে একটি স্কুল বাস পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কাশিমিরা এলাকায়। সূত্রের খবর, সংঘর্ষটি খুবই শক্তিশালী ছিল। যাইহোক, সৌভাগ্যক্রমে, অভিনেত্রী এবং তাঁর সহকর্মীরা প্রানে বেঁচে গিয়েছেন। দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন ঊর্বশী। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া গাড়িটি সেই সময় ধাক্কা মারে অভিনেত্রীর গাড়িতে।

টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ ঊর্বশী চল্লিশের কোঠায় দাঁড়িয়েও একইরকম সুন্দরী। কমলিকার চরিত্রে তাঁর খলনায়িকার ভূমিকা বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছে। ঊর্বশী কসৌতি জিন্দেগি কি খ্যাত কমলিকার হাতে তেমন কাজও ছিল না মাঝে বলে সূত্রের খবর। কিছুটা ডিপ্রেশনেই ছিলেন সে সময় তিনি। বাড়িতে দীর্ঘদিন থাকাকালিন ওজনও বেড়ে গিয়েছিল অভিনেত্রীর। তবে নিজেকে ফিট রাখতে সবসময়ই উদ্যোগী তিনি। আবারও কিছুদিনের মধ্যেই নিজেকে ঝরিয়ে নিয়েছেন। Bigg Boss Season 6-এর মতো প্রতিযোগিতায় বাকি সকলকে হারিয়ে জেতেন ঊর্বশী। এরপর উর্বশী নাগিন হয়েও মানুষের মনে ভয় দেখিয়ে জায়গা তৈরি করে নিয়েছিলেন। তিনি নাগিনেও খলনায়িকা হিসেবে অভিনয় করেছিলেন।

উল্লেখযোগ্যভাবে, অভিনেত্রী কেবল তাঁর পেশাদার জীবনে নয়, তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও শিরোনামে। জীবনে বহু চড়াই-উতরাইয়ের সাক্ষী তিনি। প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং ১৭ বছর বয়সে তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তবে তাঁর বিয়ে বেশিদিন টেকেনি এবং দুই বছর পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। পরে তিনি আর বিয়ে করেননি।

এত বড় দুর্ঘটনার পরেও আইনি পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন ঊর্বশী। বলা হচ্ছে, উর্বশী ঢোলাকিয়া এই ঘটনায় কোনও আইনি পদক্ষেপ নিতে চাননি। তিনি বলেছেন, এটা একটা দুর্ঘটনা মাত্র। তবে উর্বশীর গুরুতর চোট পাওয়ার কোনও খবর না থাকায় ভক্তরা কিছুটা নিশ্চিন্ত হয়েছেন। বর্তমানে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

 

শেয়ার