Top
সর্বশেষ

দৈনিক যুগান্তরের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

০৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
দৈনিক যুগান্তরের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

সংবাদ প্রকাশে দৈনিক যুগান্তরের সাহসী ভূমিকা আশা করছি আগামীতেও অব্যাহত থাকবে। যুগান্তর পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সকল শ্রেনীর পাঠক সহ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া পত্রিকাটি শুরু থেকে জাতীয় সংবাদের পাশাপাশি মফস্বলের সংবাদকে গুরুত্ব দেওয়ার কারণে এখন এই পত্রিকাটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম মফস্বলের মানুষের। এছাড়া যুগান্তর কখনো সংবাদ প্রকাশে আপোষ করে না সংবাদ প্রকাশে সাদাকে সাদা আর কালোকে কালো বলেই যুগান্তরের এগিয়ে যাওয়া অব্যাহত আছে। সোমবার দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্ল-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

সোমবার দুপুরে যুগান্তরের কুমিল্লা ব্যুরো আবুল খায়েরের সভাপতিত্বে ও মুরাদনগর প্রতিনিধি সুমন সরকারের সঞ্চালনায় মুরাদনগর উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার প্রমূখ।

আলোচনা সভা শেষে কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে এ উপলক্ষে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, আরিফুল ইসলাম শাহেদ। ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, ভিপি জাকির হোসেন, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহম্মেদ, তৈয়বুর রহমান তুহিন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ খাঁন প্রমূখ।

শেয়ার