Top

খাদ্যগুদামে সংগ্রহ হয়নি ধান,থমকে আছে চাল সংগ্রহ অভিযান

০৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
খাদ্যগুদামে সংগ্রহ হয়নি ধান,থমকে আছে চাল সংগ্রহ অভিযান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযানের সময়সীমা আড়াই মাস পেরিয়ে গেলেও সংগ্রহ হয়নি এক ছটাক ধান তবে শুরু হলেও থমকে আছে চাল সংগ্রহ অভিযান। বাজারের চেয়ে সরকারী মূল্য কম হওয়ায় কৃষক ধান দিচ্ছেন না বলে জানিয়েছে খাদ্য বিভাগ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে খানসামা উপজেলায় ২৭ টাকা কেজি দরে ৭৬৮ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শূন্যের ঘরে ধান সংগ্রহ। অন্যদিকে ৪২ টাকা কেজি দরে এই উপজেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে ৭৩২ টন। কিন্তু এখন পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে ২০০ টন। এছাড়া খানসামা উপজেলায় মোট মিলারের সংখ্যা ৯২ জন হলেও এবছর চাল প্রদানের জন্য খাদ্য বিভাগের সাথে চুক্তি করেছে ৭০ জন মিলার।

এর আগে সারা দেশে একযোগে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু হয় ১৭ নভেম্বর। এর আগে অনলাইনে আবেদন করা কৃষকদের মধ্যে লটারী করে ধান সংগ্রহের জন্য কৃষক বাছাই করা হয়। তবে বাজারের চেয়ে সরকারী মূল্যের ধান দাম কম হওয়ায় অনলাইন আবেদনে তেমন আগ্রহ ছিল না কৃষকদের।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় জানান, আমন মৌসুমে উপজেলার ২ হাজার ৯শ’৪০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমে ৪১ হাজার ৮১০ মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব হয়েছে।

উপজেলার পাকেরহাট গ্রামের কৃষক আশরাফুল রিফাত বলেন, খুচরা বাজারে ধান বিক্রি করতেছি ৩০ টাকা কেজি দরে এবং সরকারী খাদ্য গুদামে ২৭ টাকা কেজি দরে ধান নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো ও পরিষ্কার করে বিক্রি করতে গিয়ে সরকারী মূল্যের চেয়ে বেশী খরচ হয়। এর চেয়ে ভোগান্তি ছাড়াই ধান হাটে-বাজারে বিক্রি করলে লাভ বেশী।

উপজেলা চাউল কল মালিক সমিতির সদস্য আসাদুজ্জামান শাহ বলেন, ধানের বর্তমান বাজার অনুযায়ী প্রতিকেজি চাল উৎপাদনে খরচ হচ্ছে ৪৬ টাকা। আর সরকার চালের মূল্য নির্ধারণ করেছে ৪২ টাকা। লোকসান হওয়ায় খাদ্য গুদামে চাল প্রদানে মিলারদের অনীহা রয়েছে। তবে সরকারী সাথে চুক্তিবদ্ধ থাকায় চাল প্রদানের ইচ্ছা থাকলেও ধানের দাম বৃদ্ধিতে সেটি আর সম্ভব হচ্ছে না এখন।

খানসামা এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আখতার বলেন, ধানের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারমূল্য বেশি হওয়ায় এখন পর্যন্ত আমন মৌসুমে ধান সংগ্রহ করতে পারিনি। তবে সরকারের যে মূল উদ্দেশ্য কৃষকরা যেন ন্যায্যমূল্য পায় সেটি বর্তমান বাজার অনুযায়ী পূরণ হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি রাশিদা আক্তার বলেন, ধান বিক্রিতে কৃষকদের আগ্রহী করতে খাদ্য দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে ধান ও চালের মূল্য বৃদ্ধির বিষয়ে উর্দ্ধতনদের অবহিত করা হয়েছে।

শেয়ার