Top
সর্বশেষ

বেকারিতে কাপড়ের রঙ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

০৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
বেকারিতে কাপড়ের রঙ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপতর। প্রতিষ্ঠানটি বেকারি পণ্য তৈরিতে কাপড়ে ব্যবহারকৃত রঙ ব্যবহার করে আসছিলো বলে অভিযোগ ছিলো।

সোমবার বিকেলে চৌমুহনী পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করেন ভোক্তা অধিকার নোয়াখালীর সহকারি পরিচালক কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

সহকারি পরিচালক কাউছার মিয়া জানান, চৌমুহনী বাজারের মধুফুল বেকারিতে পণ্য তৈরিতে ক্ষতিকর কাপড়ের রঙ ব্যবহার করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চৌমুহনী বাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ধারায় মধুফুল বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানের সময় অনান্য প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার