Top

কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

০৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে মোকছেদুর রহমান (দুলাল) নামে এক কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলার শিকার মোকছেদুর রহমান (দুলাল) কুড়িগ্রামের ভোগডাঙ্গা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। গত শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের যতিনের হাট বাজারে পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, গত শনিবার সন্ধ্যায় শিক্ষক মোকছেদুর রহমান (দুলাল) মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে রাজারহাট উপজেলার ফরকেরহাটে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে যতিনেরহাট এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা নুরুন্নবী সরকার, আহিনুর রহমান, আনিছুর, মাসুদ রানাসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় তার ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীদের ছুরিকাঘাতে তার ডান হাত সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের ওপর হামলা ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার মানববন্ধন করে শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে কুড়িগ্রামের শিক্ষক সমাজ। হামলার শিকার শিক্ষক মোকছেদুর রহমান (দুলাল) গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রয়েছেন। তিনি বলেন, ‘অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ওপর হামলা চালিয়েছে। আমার মাথা সহ সারা শরীরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেছে। আমি এর ন্যায় বিচার চাই।’

এদিকে শিক্ষকের ওপর হামলার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় মামলা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ওসি খান মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী বাদী হয়ে দশ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ইতোমধ্যে আনিছুর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার