Top

ওরাকল সৌদিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে

০৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
ওরাকল সৌদিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ক্লাউড ফুটপ্রিন্ট তৈরির পাশাপাশি রিয়াদে তৃতীয় পাবলিক ক্লাউড অঞ্চল তৈরিতে সৌদি আরবে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ওরাকল করপোরেশন। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্লাউড কম্পিউটিং পরিষেবা ব্যবহারের চাহিদা বর্তমানে বাড়ছে। ফলে তথ্য আদান-প্রদানের গতি বাড়াতে মাইক্রোসফট, অ্যামাজন ও আলফাবেটের গুগলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ডাটা সেন্টার স্থাপন করতে হচ্ছে। সরকারি চুক্তি থেকে মুনাফা লাভের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর চাপ প্রয়োগ করে আসছে সৌদি সরকার।

এক সাক্ষাৎকারে ওরাকলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক রেড শ বলেন, ‘‌রিয়াদে ক্লাউড অঞ্চল চালুর আগে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছি। আমাদের সরবরাহকারীদের সঙ্গে এখনো কাজ চলমান। কয়েক বছরে ধাপে ধাপে এ বিনিয়োগ সম্পন্ন হবে বলেও জানান তিনি। তবে এ প্রকল্পের বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।

শেয়ার