নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড । এই প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর।
পদের সংখ্যা: ১।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
জিপিএ ৫-এর স্কেলে ৩ ও সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। অন্তত ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এর মধ্যে জেনারেশন ইউটিলিটিসে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি নীতিমালা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম ও করপোরেট গভর্নেন্সে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৬০ বছর।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা। এর সঙ্গে বাসাভাড়া, স্বাস্থ্য ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিট, টেলিফোন ও পরিবহন সুবিধাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ এবং কভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত পাঠাতে হবে জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন), নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৪), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ এই ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩।