Top
সর্বশেষ

সেন্সরে দিনার-জেনির ‘শ্যামা কাব্য’

০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
সেন্সরে দিনার-জেনির ‘শ্যামা কাব্য’
বিনোদন ডেস্ক :

সেন্সরে জমা পড়েছে কাহিনিকার, নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদের অনুদানের সিনেমা ‘শ্যামা কাব্য’। সম্প্রতি বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।

সিনেমাটি ছাড়পত্র পেলে শিগগিরই এর মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করবেন বলে জানান নির্মাতা। এ সিনেমা দিয়েই নাট্যাভিনেত্রী নওরীন হাসান খান জেনির চলচ্চিত্রে অভিষেক হয়েছে। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। সিনেমায় ইন্তেখাব দিনারের বিপরীতে অভিনয় করেছেন জেনি। তাঁকে নিতু চরিত্রে দেখা যাবে।

অন্যদিকে ওসমান চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সিনেমার নতুন এই জুটি। এর আগে সরকারি অনুদানের সিনেমা ‘গহীন বালুচর’ নির্মাণ করেন সৌদ। এটি ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পায়। বেশ কয়েকটি ক্যাটাগরিতে সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়।

 

শেয়ার