Top

তুরস্ক-সিরিয়ার জন্য প্রার্থনা করলো বলিউডের তারকারা

০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ
তুরস্ক-সিরিয়ার জন্য প্রার্থনা করলো বলিউডের তারকারা
বিনোদন ডেস্ক :

তুরস্ক ও সিরিয়ায় ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পে নিহত এপর্যন্ত আট হাজারেরও বেশি মানুষ। গোটা পৃথিবী শোকে স্তব্ধ। প্রতি মুহূর্তে উদ্ধার হচ্ছে লাশ। স্বজনদের আহাজারিতে গোটা পৃথিবীর মৃত্যুপুরী হয়ে উঠেছে তুরস্ক-সিরিয়া। এই মর্মান্তিক ঘটনায় শোক জানাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। শোক জানালেন বলিউডের তারকারাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্লোবাল আইকন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শিল্পা শেঠি, সোনি রাজদান এবং রাজকুমার রাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা জানিয়ে নিজেদের অনুভূতি শেয়ার করেছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি পোস্ট পুনরায় শেয়ার করেছেন। তিনি এটির ক্যাপশনে লিখেছেন, ‘বিধ্বংসী!’ আলিয়া ভাট মিডল ইস্ট ম্যাটারসের একটি পোস্ট আবার শেয়ার করেছেন। তিনি এটির ক্যাপশনে লিখেছেন, ‘এটি হৃদয়বিদারক।’ অভিনেতা রাজকুমার তার ইনস্টাগ্রাম স্টোরিজে বলেছেন, ‘তুরস্ক, সিরিয়া- আপনাদের জন্য আমাদের প্রার্থনা থাকবে।’

আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদানও একটি পোস্ট পুনরায় শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে। তুরস্কের জন্য প্রার্থনা।’ মঙ্গলবার তুরস্কে ৫.৬ মাত্রার চতুর্থ ভূমিকম্পের বিষয়ে তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন। সেই সঙ্গে তুরস্কের এই বিপর্যয়ে অনুদান দেওয়ার জন্য একটি লিঙ্ক শেয়ার করে সোনি লিখেছেন, ‘অনুগ্রহ করে দান করুন! এটি খুবই সহজ। আমিও দান করেছি।’

এদিকে অভিনেত্রী শিল্পা শেঠি তার ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, ‘তুরস্ক এবং সিরিয়ায় বিপর্যয়কর ভূমিকম্পে যাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রার্থনা করি। সকল বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ায় ৭.৮, ৭.৬ এবং ৬.০ মাত্রার পরপর তিনটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে প্রায় ৫ হাজার মানুষ মারা গেছেন এই ভয়াবহ বিপর্যয়ে। আহত হয়েছে বিশ হাজারের বেশি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ তুরস্ক এবং উত্তর ও মধ্য সিরিয়ায়। ভূমিকম্পে উদ্ধারকাজ চলছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে সহায়তাও পাঠানো হচ্ছে। এই ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

 

শেয়ার