প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসার সময় একজন পরিচালকের মালিকানাধীন কোম্পানি থেকে মেশিনারিজ কেনার তথ্য আড়াল করার অভিযোগে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলসের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে বিবিএস ক্যাবলসের প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে, আহমেদ জাকির অ্যান্ড কোং কে ৫ লাখ টাকা এবং ইস্যু ম্যানেজার বানকো ফাইন্যান্স ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।
২০১৬ সালে বিবিএস ক্যাবলস আইপিওতে আসার আগে কোম্পানির পরিচালক আশরাফ আলী খানের মালিকানাধীন গোমতী ট্রেডার্সের কাছ থেকে ৫৭ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের মেশিনারিজ কিনেছে, যা মোট কেনা মেশিনারিজের ৭৯ শতাংশ। নিয়ম অনুসারে এই ধরণের লেনদেনের তথ্য রিলেটেড পার্টি লেনদেন হিসেবে উল্লেখ করতে হয়। কিন্তু বিবিএস ক্যাবলসের প্রসপেক্টাসে রিলেটেড পার্টি ইনফরমেশন হিসেবে এই তথ্য উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, আইপিওতে আসার আগের হিসাব বছরের আর্থিক বিবরণীর নিরীক্ষক আহমেদ জাকির অ্যান্ড কোং ও তাদের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেননি। ইস্যু ম্যানেজার বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টও তাদের প্রত্যায়নে বিষয়টি এড়িয়ে গেছে।