Top
সর্বশেষ

ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামি গ্রেফতার

০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামি গ্রেফতার
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, কুমিল্লা বিজ্ঞ দ্রুত বিচার আদালতের মামলা নং-২৮ (৯)২২ এর ওয়ারেন্টভুক্ত তিনজন আসামী পলাতক রয়েছে।

পলাতক আসামীদের ধরতে মঙ্গলবার দিবাগত রাতে মডেল থানার এসআই আলী আকবর, এএসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিন পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের ইব্রাহিমের পুত্র দিপু (২৭), দাউদকান্দি উপজেলার উত্তর গাজীপুর গ্রামের নুরু মিয়ার পুত্র সোহেল (৩০) ও একই উপজেলার সাতপাড়া গ্রামের মৃত শহিদ মিয়ার পুত্র কবির (৪০)। বুধবার সকালে দাউদকান্দি মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিদের কুমিল্লা বিজ্ঞ দ্রুত বিচার আদালতের প্রেরণ করে।

শেয়ার