সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮৮৮ বারে ৪ লাখ ৪১ হাজার ৫০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০১ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৯১৪ বারে ১২ লাখ ৫৬ হাজার ৭৩৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৭৬ বারে ৫ লাখ ৪৯হাজার ৭১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ২২লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু এগ্রোর ৭.৪৯ শতাংশ, বঙ্গজের ৫.৫৯ শতাংশ, ফাইন ফুডসের ৫.৫২ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.১৮ শতাংশ, সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার ৫.১০ শতাংশ, কোহিনূর কেমিক্যালসের ৫.০৪ শতাংশ এবং এপেক্স ফুডসের ৪.৩৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস