Top
সর্বশেষ

চট্টগ্রামের খাতুনগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
চট্টগ্রামের খাতুনগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি: :

ভাউচারে থাকা দামের সাথে বিক্রিত মূল্যের মিল না থাকায় চট্টগ্রামের চাক্তাই এলাকার দুই পাইকারী চিনি ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর নতুন চাক্তাই এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

তিনি বলেন, আজ আমরা পাইকারি বাজারে চিনির মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় ভাউচার, চিনির মজুদ ইত্যাদি বিষয় তদারকি করি। পাইকারি বাজারে যথেষ্ট পরিমাণে চিনির মজুদ আছে। তবে অভিযান পরিচালনাকালে চিনির মূল্যতালিকার সাথে বিক্রয় ভাউচারের দামে অসঙ্গতি দেখতে পাই। তাই পাইকারী চিনি বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স নিশাত এন্টারপ্রাইজ ও মেসার্স বিএন ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

শেয়ার