ফেইসবুক আইডির মাধ্যমে অনলাইনে পশু-পাখির ঔষধ বিক্রির বিজ্ঞাপন দিয়ে ঔষধ বিক্রেতাদের নিকট হতে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র্যাব-১৩ নাহিদ হাসান নামে এক প্রতারককে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাবের কাছে প্রতারক নাহিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ আসলে সেটি আমলে নিয়ে এর সত্যতা নিশ্চিত করার জন্য র্যাব-১৩ তদন্ত শুরু করে। অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় মঙ্গলবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল একটি ঔষধের দোকান থেকে নাহিদকে গ্রেফতার করে। সে কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ হাসান জানান, সে তার নিজের নাম ঠিকানা গোপন করে একাধিক ফেইসবুক আইডি ব্যবহার করে পশু-পাখির ঔষধ বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে ঔষধ বিক্রেতাদের কাজ থেকে টাকা নিয়ে ঔষধ না দেওয়ার কথা স্বীকার করেন। বিকেলে তাকে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।