Top
সর্বশেষ

কেন পালন করা হয় প্রমিস ডে? নেপথ্যের কারণগুলি জানেন কি

১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ
কেন পালন করা হয় প্রমিস ডে? নেপথ্যের কারণগুলি জানেন কি
লাইফস্টাইল ডেস্ক :

প্রিয় মানুষকে ভালোবাসার প্রতিশ্রুতি জানাতেই প্রমিস ডে পালিত হয়। এই দিন প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার দিন।‌ তবে দিনটির নেপথ্যে কী কারণ রয়েছে জানেন?

প্রিয় মানুষকে ভালোবেসে কাছে টেনে নিন প্রমিস ডে-তে। আরও গভীর হোক ভালোবাসা। ভ্যালেনটাইনস ডে-এর পঞ্চম দিন হল প্রমিস ডে। তবে কেন এই দিন পালন করা হয় জানেন? নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ।

সম্পর্ককে মজবুত করতেই প্রমিস ডে-তে প্রিয় মানুষকে প্রতিশ্রুতি জানাতে হয়‌। আজকের দিনে সম্পর্ক নিয়ে সবাই বেশ চিন্তিত। কীভাবে সম্পর্ক মজবুত করা যায় তা নিয়ে নানারকম পরিকল্পনাও করেন অনেকে।

‌তেমন এক পরিকল্পনা থেকেই শুরু প্রমিস ডে। ভ্যালেনটাইনস ডে-এর আগে প্রিয়জনকে সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিতে এই দিনের শুরু। প্রমিস ডে-তে মনের যত সন্দেহ সব ঘুচিয়ে ফেলতে হয়। দুজনের মাঝে বাধা বিপত্তিকেও এদিন এড়িয়ে যেতে হয়।

 

শেয়ার