Top
সর্বশেষ

শাকিরার অত্যাচারে ঘর ছাড়ছেন পিকের বাবা-মা

১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
শাকিরার অত্যাচারে ঘর ছাড়ছেন পিকের বাবা-মা
বিনোদন ডেস্ক :

কম্বোডিয়া জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাকিরা। তার প্রাক্তন প্রেমিক ফুটবলের তারকা জেরার্ড পিকে। তাদের মধ্যে বিচ্ছেদ হলেও পিকের বার্সেলোনার বাড়ি ছাড়েননি শাকিরা।

স্প্যানিশ এক সংবাদমাধ্যকে পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর ক্ষোভ তাদের ওপর ঝাড়ছেন শাকিরা। বিভিন্ন সময় তিনি উদ্ভট সব কর্মকাণ্ড করেন। কখনও কালো ম্যানিকিন (ব্যাঙ্গাত্মক পুতুল) বসানো, কখনও উচ্চ শব্দে গান ছেড়ে রাখেন শাকিরা। আবার কখনও বন্ধু-বান্ধবদের বাসায় এনে পার্টিতে মেতে থাকেন। তার অত্যাচারে অতিষ্ট সবাই। বাধ্য হয়ে আমাদেরই বাসা ছাড়তে হচ্ছে।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপে শাকিরা ও পিকের পরিচয়, সেটা পরিণয়ে রূপ নিতে দেরি লাগেনি। এরপর থেকে তারা একসেঙ্গ থাকতে শুরু করেন। এই তারকা জুটির সম্পর্কের অবসান ঘটে গত বছর।

 

শেয়ার