Top

খানসামায় সকল ইউনিয়নে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
খানসামায় সকল ইউনিয়নে আওয়ামীলীগের শান্তি সমাবেশ
খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ :

সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার ছয় ইউনিয়নে পৃথকভাবে উপজেলার ছয় ইউনিয়নে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগনের অধিকার আদায়ে বাংলাদেশ আওয়ামীলীগ রাজপথে ছিলো, আছে এবং থাকবে। কোনো প্রকার সহিংসতা ও নাশকতা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে নাহ।

শেয়ার