Top

খানসামায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ভেকু ড্রাইভার ও ট্রাক্টর ড্রাইভার কে জরিমানা

১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
খানসামায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ভেকু ড্রাইভার ও ট্রাক্টর ড্রাইভার কে জরিমানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: :

দিনাজপুরের খানসামায় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটার অপরাধে মাটি কাঁটার যন্ত্র ভেকু ড্রাইভার শেখ শাহিন (৩৫) কে ৫০ হাজার টাকা এবং বৈধ কাগজপত্র না থাকায় ড্রাম ট্রাকের ড্রাইভার আব্দুল কাদের (৪০)কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও রাতে পৃথক পৃথকভাবে উপজেলার আলোকঝারী ইউনিয়নের খানসামা বাজারের রাস্তায় ও পূর্ব বাসুলী এলাকায় এ দুটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে এবং ড্রাম ট্রাকের ড্রাইভার এর বৈধ কাগজপত্র না থাকায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আমাদের এ রকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় মাটিকাটার ব্যবহৃত ৩টি ট্রাক্টর জব্দ করে এবং পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

শেয়ার