শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি সীমান্তঘেঁষা পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের একই পরিবারের ৬ জন প্রতিবন্ধীকে উপহার সামগ্রী ও ঔষধ দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওই পরিবারের বাড়িতে উপহার সামগ্রী তুলে দেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এর সহধর্মিণী পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ এর প্রচেষ্টায় নালিতাবাড়ী উপজেলার একই পরিবারের ৪ জন পুরুষ ও ২ জন নারী প্রতিবন্ধীকে উপহার দেয়ার উদ্যোগ গ্রহন করা হয়। এতে চারজন নারী প্রতিবন্ধীকে একটি করে শাড়ী, পেটিকোট ও ব্লাউজ এবং দুইজন পুরুষ প্রতিবন্ধীকে একটি করে লুঙ্গি ও ফতুয়া উপহার উপহার হিসেবে বিতরণ করা হয়।
জেলা পুলিশ লাইন্স হাসপাতালের ডাঃ বিজয় সাহা ও ফার্মাসিষ্ট হিতেষ কান্তি দেব ওই প্রতিবন্ধীদের শারীরিক চেক-আপ করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। এছাড়া ওই প্রতিবন্ধীদের খাওয়ার জন্য তাজা মাছ, মাংস ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় পুলিশ সদস্য মাহফুজ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।