Top
সর্বশেষ

প্রশংসা করলেন আমির খান, তাতেও চটেছেন কঙ্গনা

১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ
প্রশংসা করলেন আমির খান, তাতেও চটেছেন কঙ্গনা
বিনোদন ডেস্ক :

কথা বলার সময় কাউকেই ছাড়েন না বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রনৌত। এবার তার কটাক্ষের শিকার হলেন আমির খান। একটি অনুষ্ঠানে কঙ্গনার প্রশংসা করেন আমিন খান। এতেই চটেছেন এ নায়িকা। আমিরকে ‘ভণ্ড’ বলে মন্তব্য করেছেন কঙ্গনা।

লেখিকা শোভা দের নতুন বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, শোভার বায়োপিক তৈরি হলে তাঁর চরিত্রে কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন?

জবাবে দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া ও আলিয়া ভট্টের নাম বলেন ‘দঙ্গল’ খ্যাত তারকা। শোভা অভিনেত্রী কঙ্গনার নাম উল্লেখ করলে, তাতেও মত দেন আমির। তিনি বলেন, ‘কঙ্গনাও ভীষণ ভালো কাজ করবেন। উনি খুবই শক্ত একজন শিল্পী, অভিনেত্রী হিসেবে প্রতিভাবান ও বহুমুখী।’ লেখিকা শোভা ‘থালাইভি’ ছবিতে কঙ্গনার অভিনয়ের প্রশংসা করলে, তাতেও সায় দেন আমির।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওই ঘটনার ভিডিওটি শেয়ার করে আমিরের উদ্দেশে কঙ্গনা লেখেন, ‘বেচারা আমির খান! তিনি এমন একটা ভান ধরলেন, যেন তিনি জানেন না- আমি যে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি। আমির যাদের নাম বলেছেন, তাদের কেউই তিনবার জাতীয় পুরস্কার পাননি।

তিনি আরও বলেন, তিনবার নয়, চারবার জাতীয় পুরস্কার পেয়েছি। শুধু তাই-ই নয়, পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছি।

 

শেয়ার