১২ ফেব্রুয়ারি হাগ ডে। এদিন প্রিয় মানুষকে জড়িয়ে ধরার দিন। জড়িয়ে ধরলে কমে যায় বড় বড় রোগও। হাগ করার সবকটি গুণ জানা আছে?
ভ্যালেনটাইনস ডে-এর মাত্র দুদিন আগেই ১২ ফেব্রুয়ারি hug ডে। প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরার দিন এটি। hug করলে শরীরও ভালো থাকে। প্রিয়জনকে জড়িয়ে ধরলে বেশ কয়েকটি শারীরিক সমস্যা দূর হয়।
স্ট্রেস কমায়: নানারকম দুশ্চিন্তা লেগেই আছে জীবনে। তার থেকেই বাড়ে স্ট্রেস। প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে অনেকটাই কমে স্ট্রেস। যাবতীয় দুশ্চিন্তা কমে যায়।
মনের যোগাযোগ বাড়ে: নানা কারণে ভুল বোঝাবুঝি হলে তাও মিটিয়ে দেয় একটি গভীর hug। hug ডে-তে প্রিয় মানুষকে জড়িয়ে ধরুন। দেখবেন, মনের কোথাও একটা জমে থাকা ভার হালকা হয়ে গিয়েছে।