Top

১৩ সিরিজের সঙ্গে ব্যান্ড ৮ আনবে শাওমি

১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
১৩ সিরিজের সঙ্গে ব্যান্ড ৮ আনবে শাওমি
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ফিটনেস ট্র্যাকার বা স্মার্ট ব্যান্ড বর্তমানে ওয়্যারেবল ডিভাইসের মধ্যে গ্রাহকের পছন্দের শীর্ষে। এদিক থেকে শাওমির আলাদা অবস্থান রয়েছে।

২০২২ সালের মাঝামাঝি সবশেষ ডিভাইস উন্মোচন করে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এ কারণে শিগগিরই নতুন ভার্সন বাজারজাতের বিষয়ে গ্রাহকের মধ্যে তেমন আগ্রহ ছিল না। সম্প্রতি তথ্য ফাঁসকারী মুকুল শর্মা জানিয়েছেন, শাওমি এরই মধ্যে ব্যান্ড ৮-এর উৎপাদন শুরু করে দিয়েছে। অন্য অর্ধে শিগগিরই ডিভাইসটি বাজারে প্রবেশ করতে পারে।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরুর আগে বৈশ্বিকভাবে ২৬ ফেব্রুয়ারি ১৩ সিরিজের ডিভাইসগুলো প্রকাশ করবে শাওমি। এ সিরিজে তিনটি ডিভাইস থাকবে। এগুলো হলো ভ্যানিলা ভ্যারিয়েন্ট, এমআই ১৩ প্রো ও এমআই ১৩ লাইট। তবে আলোচনায় থাকা ক্যামেরাফোন শাওমি ১৩ এখনই সম্মেলনের স্টেজে উঠছে না। ১৩ সিরিজের সঙ্গে তাই ব্যান্ড ৮ প্রকাশ্যে আসার সমূহ সম্ভাবনা রয়েছে।

শেয়ার