Top
সর্বশেষ

বিয়ের খবর শুনলেই ঘৃণা হয় বললেন রাখি

১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ
বিয়ের খবর শুনলেই ঘৃণা হয় বললেন রাখি
বিনোদন ডেস্ক :

গত মাসেই মাকে হারিয়েছেন। দাম্পত্যজীবনে একের পর এক অশান্তি। স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন স্বামী আদিল খান দুরানি। স্বামী জেলবন্দি হওয়ার পরেও তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিচ্ছেন রাখি সাওয়ান্ত। আর এ বার সরাসরি বিয়েকেই দোষ দিয়ে বসলেন তিনি। বিয়ের খবর শুনলেই তার ঘৃণা হয়, দাবি রাখির। সে কথা বলতে না বলতেই চোখে জল ‘বিগ বস’ খ্যাত এই তারকার।

সদ্য জয়সলমেরে বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদবানি। তাদের বিয়ের ছবি সমাজমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল। এমনকি, ইনস্টাগ্রামের সবথেকে বেশি লাইক পড়েছে সিড ও কিয়ারার বিয়ের ছবিতে। তাদের বিয়ের ভিডিওতে রয়েছে রূপকথার ছোঁয়া। এ দিকে রাখিকে সেই বিষয়ে প্রশ্ন করতে কেঁদেই ফেললেন তিনি। তিনি বলেন, আমার বিয়ের খবর শুনলেই ঘৃণা হয়। প্রেমিক-প্রেমিকাদের দেখলেই কেঁদে ফেলি।

তবে নিজের বিয়ে ভেঙে গেলেও নবদম্পতির প্রতি নিজের শুভেচ্ছা জানিয়েছেন রাখি।

কিছুটা হতাশা নিয়েই এই টেলি তারকা বলেন, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হয়েছে, এত পবিত্র প্রেম ওঁদের, ওঁদের বিয়ের খুশির খবর আরও বেশি করে সম্প্রচার করা উচিত। কিন্তু আমার বিয়ের খারাপ খবরই চার দিকে ছড়িয়ে পড়ছে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসছে, আর এ দিকে আমার মন ভেঙে গিয়েছে।

অন্য দিকে পরকীয়া, গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগে আপাতত জেলবন্দী আদিল খান দুরানি। আদিলের আগের একাধিক বিয়ের কথা জানতে পেরেছেন বলে দাবি রাখির।

এ বিষয়ে রাখি সাওয়ান্ত বলেন, দেশের আইনি ব্যবস্থায় আস্থা আছে। আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি পাবেন আদিল।

 

শেয়ার