Top
সর্বশেষ

কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না বললেন অঙ্কুশ

১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ
কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না বললেন অঙ্কুশ
বিনোদন ডেস্ক :

অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন টালিউডের এক অন্যতম জুটি। বহু বছরের সম্পর্ক তাদের। চুটিয়ে প্রেম করলেও বিয়ের ব্যাপারে একেবারেই মুখ খুলতে নারাজ তারা। তবে প্রেমের সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালবাসার মানুষের উদ্দেশে লিখলেন একটি পোস্ট। আর সেখানেই এবার মুখ খুললেন বিয়ে নিয়ে।

এক ঘনিষ্ট ছবির সঙ্গে পোস্টটিতে লেখা, ‘কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

‘ভ্যালেন্টাইনস ডে’র দিনই অঙ্কুশের জন্মদিন। প্রতি বছর এই দিনটা জমিয়ে উদযাপন করেন করেন তারা। অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি অনেকেরই প্রিয়। তাই তো অনেক দিন ধরেই তাদের বিয়ে নিয়ে সকলের মনে নানা প্রশ্ন। কবে বিয়ে করবেন তাঁরা?

সেই উত্তর না এলেও অঙ্কুশের সাম্প্রতিক পোস্ট উসকে দিচ্ছে নানা প্রশ্নের। এমন ঘনিষ্ট ছবি দিয়ে কেন নায়ক এমনটা লিখলেন? বিয়ে আদৌ হবে কি না তা নিয়ে প্রশ্ন তুললেন?

ক্যামেরার সামনে হোক কিংবা পেছনে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে পাশাপাশি দেখে এসেছেন দর্শক। সম্পর্কের বর্ষপূর্তির সময়ে এ কেমন ইঙ্গিত দিলেন নায়ক? উত্তর যদিও পাওয়া যায়নি। কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ঐন্দ্রিলার অভিনীত প্রথম সিরিজ় ‘শ্বেতকালী।’ অঙ্কুশের ঝুলিতে রয়েছে একগুচ্ছ সিনেমা।

 

শেয়ার