Top

দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগরের বুড়ীরবাজার এলাকায় শান্তি সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীবৃন্দ। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা মহেন্দ্রনগর -বড়বাড়ী সড়কের বুড়ীরবাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের এ কর্মসূচির কারণে মহেন্দ্রনগর-বড়বাড়ী সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে দুপুর ২টার দিকে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান এসে আন্দোলনরত দোকান মালিকদের ক্ষতিপূরণ ও বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।

উল্লখ্য, শনিবার (১১ফ্রেব্রুয়ারি) দশদফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের সকল ইউনিয়নে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি। পাশাপাশি বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামীগ। এরই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই বুড়ির বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শেয়ার