জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ তোফায়েল হোসেনকে পিটিয়ে হত্যার দায়ে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা গাজিপুর জেলার এমায়েতপুর বাগানবাড়ী এলাকা হতে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরের নগরীর আলমনগর পানি উন্নয়ন বার্ডে র্যাব-১৩ সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন এতথ্য জানান অধিনায়ক আরাফাত ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের ২২ নভেম্বর গাইবান্ধা জেলার সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের বৃদ্ধ তেফায়েল হোসেন তার জমির আইল কাটতে গেলে বাধা দেয় প্রতিবেশি আমিনুল ইসলাম ওরফে আমরুল ও আলমগীর হোসেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা তোফায়েলকে শ্যালো মেশিনের রড় দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় থানায় মামলা হলে হত্যাকাণ্ডের সাথে জড়িতরা গাজিপুর জেলার এমায়েতপুর বাগানবাড়ী এলাকা গিয়ে আত্মগোপন করে। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকা র্যাব-১ এর সহযোগীতায় শনিবার রাতে তাদের দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।