Top
সর্বশেষ

আনুষ্ঠানিকভাবে বাজারে এলো কোকা-কোলার স্মার্টফোন

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ
আনুষ্ঠানিকভাবে বাজারে এলো কোকা-কোলার স্মার্টফোন
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

গুঞ্জনকে সত্য প্রমাণ করে প্রযুক্তি বাজারে আনুষ্ঠানিকভাবে পানীয় নির্মাতা সংস্থা কোকা-কোলার স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। ভারতের বাজারে স্মার্টফোনটি উন্মোচন করা হয়েছে।

রিয়েলমি ১০ এর সঙ্গে যুক্ত হয়ে এই নতুন ফোন বাজারজাত করেছে কোকা-কোলা। এর ফিচার, বৈশিষ্ট্য রিয়েলমি ১০ প্রো ফোনের স্পেশাল এডিশনে স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই।

রিয়েলমি ১০ প্রো কোকা-কোলা এডিশনে ৬ দশমিক ৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। প্রসেসর হিসেবে এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩।

স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রধান সেনসর রয়েছে। তার সঙ্গে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর রয়েছে। ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

ডিভাইসটিতে ৮ জিবি র‍Åvমও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়া ফোনে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। সম্প্রতি ভারতে চালু হওয়া স্মাটফোনটি শিগগিরই বাংলাদেশে আসবে বলে ধারণা করা হচ্ছে। ভারতে ডিভাইসটির দাম ২০ হাজার ৯৯৯ রুপি। শুধু কালো রঙে লঞ্চ হয়েছে ফোনটি। ফোনের ব্যাক প্যানেলে কোকা-কোলার লোগো রয়েছে। ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে ডিভাইসটি কেনা যাবে।

 

শেয়ার