Top
সর্বশেষ

শ্রাবন্তী আমাকে বিয়ে করলে আপত্তি নেই বললেন অঙ্কুশ

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
শ্রাবন্তী আমাকে বিয়ে করলে আপত্তি নেই বললেন অঙ্কুশ
বিনোদন ডেস্ক :

চুটিয়ে প্রেম করলে ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে হবে কি না—সেটা জানেন না অঙ্কুশ। এই তো ১১ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন এ অভিনেতা।

এরপর থেকে প্রসেনজিৎ, আবির চট্টোপাধ্যায়ের মতো তারকারা ফোন করে অঙ্কুশের কাছে জানতে চাইছেন, কেন তাদের বিয়ে হচ্ছে না? এসব রেখে তারা যেন দ্রুত বিয়ের তারিখ ঘোষণা করে।

এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঐন্দ্রিলাকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তোদের একসঙ্গে কত বছর হলো বল তো? তোদের রিলেশনশিপ সম্ভবত ১২ বছরের বেশি হয়ে গেছে। অনেকদিন তো হলো। বিয়েটা কবে করছিস?’

শ্রাবন্তীর মুখে ওই প্রশ্ন শুনে দৌড়ে অঙ্কুশের কাছে গিয়েছিলেন ঐন্দ্রিলা। ভিডিও দেখে অঙ্কুশ বলেন, ‘ধুর! সবসময় ভালো লাগে না। সবাই একই প্রশ্ন করছে। কী করে বলি? লজ্জায় কাউকে কিছু বলতে পারছি না।’

হতাশার চরম পর্যায়ে পৌঁছে অঙ্কুশ বলেন, ‘শ্রাবন্তীর যদি আমার ব্যাচেলর থাকায় এত প্রবলেম থাকে তাহলে ও (শ্রাবন্তী) আমাকে বিয়ে করে নিক। আমার কোনো আপত্তি নেই।’

অঙ্কুশের এমন কথায় বেজায় রেগে যান ঐন্দ্রিলা। তার রক্তচক্ষু উপেক্ষা করে পালানোর পথ খুঁজে পাননি তিনি। পরে সেই ভিডিও প্রকাশ করেন সামাজিক মাধ্যমে।

 

শেয়ার