আপন ভাইয়ের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে চাচা মমিনুল ইসলামকে গ্রেফতার করছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তর। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ জেলার সলেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রংপুর নগরীর আলমনগরে পানি উন্নন বোর্ডের র্যাব-১৩ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব ১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৩ জানুয়ারি দিনাজপুরের বীরগঞ্জে মমিনুল ইসলাম বাড়িতে একা পেয়ে তার ভাতিজিকে খাবার দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর সে কান্না করতে থাকলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মমিনুল। পরে শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবা বাদী হয়ে ২৬ জানুয়ারি বীরগঞ্জ থানায় দায়ের করা ধর্ষক মাললায় গ্রেপ্তার এড়াতে মমিনুল পালিয়ে আত্মগোপনে থাকে। বিষয়টি র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাবের সহযোগীতায় সলঙ্গা উপজেলা অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে মমিনুল ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।