Top

প্রতিমা ভাংচুরে জড়িতদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
প্রতিমা ভাংচুরে জড়িতদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় গত (৪ ফেব্রুয়ারি) তিনটি ইউনিয়নে ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাংচুরের সাথে যারাই জড়িত তাদের শনাক্ত করে ধরিয়ে দিলে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি আসলাম জুয়েল এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের এলাকায় কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। যারাই এটি করেছে তারা কাজটি ঠিক করেনি। আমরা সকলে একত্রিত। সকলে সকলের উৎসবে এক হয়ে আনন্দ উৎযাপন করে থাকি। আমি ইতি মধ্যে প্রতিটি মন্দির পরিদর্শন করেছি। অনেকের বাড়িতে গিয়ে মন্দিরে গিয়ে তাদের সাথে কথা বলেছি।

প্রসঙ্গত, (৪ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে ভোর পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা, চাড়োল ও পাড়িয়া ইউনিয়নে বিভিন্ন গ্রামের ১২টি মন্দিরের ১৪ টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। (৫ ফেব্রুয়ারি) বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করেন ধনতলা ইউনিয়নের সিন্দুর পিণ্ডির হরিবাসর মন্দির কমিটির সভাপতি যতীন্দ্রনাথ সিংহ।

শেয়ার