Top
সর্বশেষ

ভারত ট্রানজিট সমস্যায় চালু হচ্ছেনা বাংলাদেশ-ভুটান আমদানি রপ্তানি

১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
ভারত ট্রানজিট সমস্যায় চালু হচ্ছেনা বাংলাদেশ-ভুটান আমদানি রপ্তানি
শেরপুর প্রতিনিধি :

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ-ভুটান ভৌগলিক অবস্থান কাছাকাছি থাকলেও ভারত ট্রানজিট সমস্যার কারণে বাণিজ্যিক সম্পর্ক এগোচ্ছে না। আমদানি রপ্তানি এগিয়ে নেয়ার জন্য সোমবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর সীমান্তে নাকুগাও স্থল বন্দর পরিদর্শন করেন ভুটানের রাষ্ট্রদূত রিচেন কুইনস্টুল। ইতোমধ্যে ভারতের সাথে ভুটানের দফায় দফায় আলোচনা করে সম্ভাবনার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে ট্রানজিটের সমাধান।

এসময় ভুটানের রাষ্ট্রদূত রিচেন কুইনস্টুল বলেন, শেরপুরের নাকুগাঁও স্থল বন্দরসহ ময়মনসিংহের গোবরাকূড়া ও কড়ইতলী স্থল বন্দর দিয়ে ভুটান বাংলাদেশ থেকে গার্মেন্টস পন্য নিতে চুক্তি করেছে বাংলাদেশের সাথে। তিনি আরও বলেন, ভুটানের সাথে বাংলাদেশের কোন বৈরিতা নেই। শুধু ভারতের সাথে ট্রানজিট চুক্তি অনুমোদন হলেই গার্মেন্টস পন্যসহ অন্যান্য পন্য ভুটান আমদানী করতে পারবে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদের কাস্টমস কমিশনার (ঢাকা উত্তর) ওয়াহিদা রহমান চৌধুরী, ভুটানের বাণিজ্যিক মন্ত্রণালয়ের কমিশনার কেনচো থাইলো।

কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের ৩টি এলসি পয়েন্ট দিয়ে ভুটান বাংলাদেশে পণ্য আমদানি ও রপ্তানি করবে। বৃহত্তর ময়মনসিংহ এলাকার এলসি পয়েন্ট গুলো হলো নাকুগাও, গোবরাকুঢ়া ও করাইতলি। ভুটান বাংলাদেশ থেকে প্রধান পণ্য হিসেবে তৈরি পোশাক আমদানি করতে চায়। এর বিপরীতে পাথর, ফল সহ তাদের তৈরি পণ্য রফতানি করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী সর্বতভাবে নির্দেশনা দিয়েছেন যেন নির্বিঘ্নে এই কার্যক্রম করা যায়। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। তবে তালিকাভুক্ত পণ্যের ১৯ টি তালিকার বাইরেও পর্যারক্রমে আরও পণ্য রফতানি বাড়বে।

পরিদর্শন শেষে রাষ্ট্র দূত কাষ্টমস হলরুমে স্থানীয় আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনায় অংশ গ্রহণ করেন। পরে দুই দেশের মধ্যকার নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসময় আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মুকুল বাংলাদেশ থেকে ৩টি পণ্য আমদানি করার জন্য রাষ্ট্র দূতকে অনুরোধ করেন। পণ্য গুলো হলো, শুঁটকি মাছ, প্লাষ্টিক পণ্য ও তৈরি পোশাক। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত আবেদনও দেয়া হয়।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ৩ মার্চ বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্র্রদূত সোনাম এল রাবগী শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থল বন্দর পরিদর্শন করেছিলেন। তখন তিনি স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যের জন্য কী ধরনের সম্ভাবনা আছে তা নিয়ে আলোচনা ও সরেজমিনে পরিদর্শন করেন।

শেয়ার