Top
সর্বশেষ

‘আগুন’ এর শুটিংয়ে পা মচকে গেল শাকিব খানের

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ
‘আগুন’ এর শুটিংয়ে পা মচকে গেল শাকিব খানের
বিনোদন ডেস্ক :

‘আগুন’ ছবির শেষ দিনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ছবিটিরর অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায় তার। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি তাঁর বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। শুটিং আপাতত স্থগিত।

ইউনিট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে যান। দ্রুত তাঁর এক্স-রে করানো হয়।

তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

আগামী ঈদে মুক্তি পাবে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’। এতে আরও আছেন জাহারা মিতু, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ।

সোমবার শুটিংয়ের মাধ্যমে এই ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। জানা যায়, শাকিব খান সুস্থ হলে ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন।

 

শেয়ার