Top
সর্বশেষ

চলতি মাসে প্রযুক্তি খাতে সাড়ে ১৭ হাজার কর্মী ছাঁটাই

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
চলতি মাসে প্রযুক্তি খাতে সাড়ে ১৭ হাজার কর্মী ছাঁটাই
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

কভিড-১৯ মহামারী-পরবর্তী বিশ্বের বিভিন্ন খাতের পাশাপাশি প্রযুক্তি খাতেও কর্মী ছাঁটাই চলছে। সেদিক থেকে ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত ১৭ হাজার ৪০০-এর বেশি কর্মী কর্মসংস্থান হারিয়েছে। এছাড়া সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতে অবস্থানরত কর্মীদের পিংক স্লিপ দেয়া হচ্ছে।

২০২৩ সালে এখন পর্যন্ত ৩৪০টি প্রতিষ্ঠান বিশ্বজুড়ে ১ লাখ ১০ হাজার কর্মীকে অব্যাহতি দিয়েছে। প্রযুক্তিবিদ, বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের ধারণা খুব শিগগিরই এ ছাঁটাইযজ্ঞের অবসান হচ্ছে না। ফেব্রুয়ারি মাসে ইয়াহু, বাইজুস, গোড্যাডি, গিটহাব, ইব, অটোডেস্ক, ওএলএক্সসহ অন্যান্য অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে।

লেঅফ ডট এফওয়াইআই ওয়েবসাইটের তথ্যানুযায়ী, জানুয়ারি মাসে প্রায় এক লাখের কাছাকাছি কর্মী ছাঁটাই করা হয়েছে। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, সেলসফোর্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ সংখ্যক কর্মীদের অব্যাহতি দেয়া হয়েছে। জানুয়ারি মাসে ২৮৮টি প্রতিষ্ঠান থেকে প্রতিদিন গড়ে ৩ হাজার ৩০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। মন্দার শঙ্কায় সামনে আরো কর্মী ছাঁটাই হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

২০২২ সালের নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর চলতি বছর আরো কর্মী কমানোর কথা ভাবছে। এভিয়েশন জায়ান্ট চলতি বছর এর ফাইন্যান্স ও মানবসম্পদ বিভাগে দুই হাজার কর্মসংস্থান কমানোর কথা জানিয়েছে। সেই সঙ্গে এক-তৃতীয়াংশ কর্মীকে বেঙ্গালুরুর টাটা কনসাল্টিং সার্ভিসেসে (টিসিএস) নতুন করে নিয়োগ দিয়েছে।

লেঅফসের তথ্যানুযায়ী ২০২২ সালে এক হাজার কোম্পানি ১ লাখ ৫৪ হাজার ৩৩৬ জন কর্মীকে অব্যাহতি দিয়েছে। সামগ্রিকভাবে আড়াই লাখের বেশি প্রযুক্তিকর্মী তাদের চাকরি হারিয়েছে।

শেয়ার