সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা সিএনজি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৩ শতাংশ। কোম্পানিটি ৬৪২ বারে ৫ লাখ ৮৩ হাজার ৯৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ । কোম্পানিটি ৩ বারে ৩ টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার ৩য় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৮০ বারে ২৬ লাখ ৯৬ হাজার ৯২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৩.৫৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৩.৩৭ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ২.৫৯ শতাংশ, ফাইন ফুডসের ২.০৮ শতাংশ, সিলভা ফার্মার ১.৮৩ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ১.৬৭ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের ১.৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস