Top

বাল্যবিবাহ নিরোধে ওরিয়েন্টেশন

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
বাল্যবিবাহ নিরোধে ওরিয়েন্টেশন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

বাল্যবিবাহ নিরোধকল্পে ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও নিরোধ বিধিমালা ২০১৮ বিষয়ক মিডিয়া পার্সনেলদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কর্মপরিকল্পনা অর্জনে করনীয় বিষয়ক এই ওরিয়েন্টেশন ১৪ ফেব্রুয়ারি আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও এর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ( চলতি দায়িত্বে) মোছা. জিন্নাতারা ইয়াছমিন, আরডিআরএস বাংলাদেশের বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী ঝরণা বেগম প্রমুখ।

বক্তাগণ এই এলাকায় বাল্যবিবাহের তুলনামূলক চিত্র তুলে ধরেন ও বাল্যবিবাহ নিরোধকল্পে করণীয় সম্পর্কে আলোকপাত করেন। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী সাংবাদিকেরা এই ব্যাপারে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। ওরিয়েন্টেশনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন।

শেয়ার