সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৩৯ বারে ৭ লাখ ৩৬ হাজার ৬৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭১ বারে ১০ লাখ ৪০ হাজার ২০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ২৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৮৮ বারে ৩ লাখ ৮৯ হাজার ৭৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আমরা নেটওর্য়াকের ৩.৭৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩.৫৭ শতাংশ, হা-ওয়েলের ৩.৪৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৩.৩১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩.২২ শতাংশ, ইউনিক হোটেলের ৩.২১ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ৩.২০ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস