Top

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের পর হত্যা, আটক ১

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের পর হত্যা, আটক ১
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরি ইউনিয়নের তেওয়ারিগাঁও গ্রামে ৫ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয়রা ধর্ষণেরর পর হত্যার অভিযোগে শফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে। শফিকুলকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। আটক শফিকুল একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

শুকানপুকুরি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, ‘মঙ্গলবার সকালে শফিকুল ওই শিশুটিকে বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে জোর করে ধরে নিয়ে যায়। ভুট্টা ক্ষেতে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়দের সন্দেহ হলে শফিকুলকে আটক করে রাখে। জেরার মুখে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।’

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তনাধীন।

শেয়ার