দিনাজপুরের নবাবগঞ্জে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজ সেবা দপ্তরের পক্ষ থেকে উপজেলার দক্ষিণ শালখুরিয়া গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেনকে এই হুইল চেয়ার দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন অনেক দিন ধরে প্যারালাইসিস রোগ জনিত কারণে অসুস্থ হয়ে হাঁটা চলা করতে পারছিলেন না।
তাঁর চলা ফেরার সুবিধার জন্য তাঁকে হুইল চেয়ার দেওয়া হলো।বীর মুক্তিযোদ্ধার মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এম,এম আশিক রেজা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার, নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউল হক, বীর মুক্তিযোদ্ধার আত্নীয়-স্বজন উপস্থিত ছিলেন।